আজকের তারিখ: ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার)

গণপূর্তের ফ্যাসিবাদের দোসর প্রকৌশলীর পদায়ন বাতিলের উদ্যোগঃ বাতিল না করার জন্য AEB নেতার বিতর্কিত হস্তক্ষেপ

Publish : 2025-02-12 12:51:00

সংগৃহীত

:

সম্প্রতি গণপূর্ত অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী একটি বিতর্কিত পদায়ন বাতিল করার উদ্যোগ গ্রহণ করলে বিগত ১০ফেব্রুয়ারী ২০২৪ ইঞ্জিনিইয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর বিগত ২৪অক্টোবর ২০২৪ তারিখে গঠিত নতুন কমিটির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পন্থী প্রকৌশলীদের সংগঠন AEB নেতা প্রকৌশলী মোঃ নূর আমিন লালন অধিদপ্তরে গিয়ে উক্ত বিতর্কিত পদায়ন বাতিল না করার জন্য হট্টোগোল সৃষ্টি করে বিতর্কের সৃষ্টি করেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, জনাব নূর আমিন (লালন) দীর্ঘদিন ধরেই এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত বলে অভিযোগ রয়েছে। কিছুদিন পূর্বে তার সুপারিশকৃত শারমিন আকতার কে গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হলে ঘটনাটি বেশ বিতর্কের জন্ম দেয়। শারমিন আকতার এর বাবার বাড়ি খুলনা জেলা হলেও তিনি বৈবাহিক সূত্রে গোপালগঞ্জের বাসিন্দা এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিব এর নিকটাত্মীয়।


পূর্বে তিনি মানিকগঞ্জ পদায়িত থাকাকালে দূর্ণীতি সহ নিজ স্বামী মোঃ জুয়েল মিয়াকে দিয়ে কাজ করানো সহ বহু বিতর্কিত ঘটনার জন্ম দেন যা তৎকালীন এসপি টুংগীপাড়ানিবাসী আজাদ খান কে দিয়ে ধামাচাপা দেন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থান ছাত্রলীগ যুবলীগ কে অর্থায়ন্ন করার অভিযোগ উঠলে গত আগস্ট ২০২৪ দুইদিন উত্তেজিত ছাত্র জনতা তার বাসায় হামলা চালায় যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং তৎকালীন পত্র পত্রিকায় এসেছে। গণপূর্ত অধিদপ্তরের আর কোনো অফিসারের বাসায় ধরনের হামলা কখনো ঘটেনি। ফলাফল স্বরূপ তাকে গত ১৩ আগস্ট ২০২৪ ওএসডি করা হয়।

পরবর্তীতে AEB নেতা প্রকৌশলী মোঃ নূর আমিন লালন অধিদপ্তরে গিয়ে উক্ত বিতর্কিত ফ্যাসিবাদের দোসর প্রকৌশলীর গাজীপুর গণপূর্তে পদায়নের জন্য চাপ দেন। যার ফলশ্রুতিতে বিগত অক্টোবর ছাত্রজনতার আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী একজনকে সরিয়ে উক্ত বিতর্কিত ব্যাক্তির পদায়ন করা হলে ঘটনাটি বেশ আলোচনার জন্ম দেয়। 


সম্প্রতি গণপূর্ত অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী উক্ত বিতর্কিত পদায়ন বাতিল করার উদ্যোগ গ্রহণ করলে জনাব নূর আমিন লালন অধিদপ্তরে গিয়ে হই হট্টোগল শুরু করেন।


এদিকে, এই ঘটনার পর নূর আমিন (লালন) এর বিরুদ্ধে বিভিন্ন সামাজিক পেশাগত মহলে আলোচনা শুরু হয়েছে এবং তার ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গার্মেন্টস শিল্পে সহিংসতাঃ রাজনৈতিক চক্রান্তের ফাঁদ, নেপথ্যে ফ্যাসিস্টের দোসররা


আন্দোলন বিরোধী অবস্থানঃ মানিকগঞ্জে ছাত্র-জনতার তোপের
মুখে গণপূর্তের এক্সেন


ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় জুয়েল ও গণপূর্তের এক্সেন শারমিন এর বিরুদ্ধে ফুসে উঠেছে মানিকগঞ্জের ছাত্র-জনতা


ফ্যাসিবাদের পদধ্বনিঃ গাজীপুর গণপূর্তে বিতর্কিত পদায়ন


জাতীয় বিভাগের অন্যান্য খবর

গার্মেন্টস শিল্পে সহিংসতাঃ রাজনৈতিক চক্রান্তের ফাঁদ, নেপথ্যে ফ্যাসিস্টের দোসররা


আন্দোলন বিরোধী অবস্থানঃ মানিকগঞ্জে ছাত্র-জনতার তোপের
মুখে গণপূর্তের এক্সেন


ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় জুয়েল ও গণপূর্তের এক্সেন শারমিন এর বিরুদ্ধে ফুসে উঠেছে মানিকগঞ্জের ছাত্র-জনতা


ফ্যাসিবাদের পদধ্বনিঃ গাজীপুর গণপূর্তে বিতর্কিত পদায়ন


আন্দোলনে গাজীপুরে আর্থিক ক্ষতি প্রায় ৬০ কোটি টাকা আন্দোলনে গাজীপুরে আর্থিক ক্ষতি প্রায় ৬০ কোটি টাকা আইজিপি : মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার নয় আইজিপি : মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার নয় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল, দুই দশকেও সংস্থাটি স্বাধীন সত্ত্বা রূপ পরিগ্রহ করতে পারেনি দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল, দুই দশকেও সংস্থাটি স্বাধীন সত্ত্বা রূপ পরিগ্রহ করতে পারেনি নগরবাসীকে নিরাপদ রাখা ঢাকা মেট্রোপলিটন পুলিশের মূল দায়িত্ব : ’মিট দ্যা প্রেস’ এ ডিএমপি কমিশনার নগরবাসীকে নিরাপদ রাখা ঢাকা মেট্রোপলিটন পুলিশের মূল দায়িত্ব : ’মিট দ্যা প্রেস’ এ ডিএমপি কমিশনার